বিবিএনিউজ.নেট | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট | 420 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ২ টাকা ৫০ পয়সা করে পাবেন।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর নিয়তিমই শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দিচ্ছে কোম্পানিটি। আগের বছরের ধারাবাহিকতায় লভ্যাংশ দিলেও এবার কোম্পানিটির মুনাফার অর্ধেকের বেশি থেকে বঞ্চিত হচ্ছেন শেয়ারহোল্ডাররা।
জানা গেছে, প্রতিটি শেয়ারে ৫ টাকা ৫৭ পয়সা হারে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ৫৭ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার টাকা। এর মধ্য থেকে ২৬ কোটি ২৯ লাখ ২ হাজার টাকা লভ্যাংশ হিসেবে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ মুনাফার অর্ধেকের কম লভ্যাংশ হিসেবে দেয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৬৫ দশমিক ৭৭ শতাংশই রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৭ দশমিক ৮৮ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে।
লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ।
লভ্যাংশ ঘোষণার কারণে বুধবার কোম্পানিটির শেয়ার দামের কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে বা কমতে পারবে।
Posted ১২:৩৯ অপরাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed