নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ | প্রিন্ট | 290 বার পঠিত
সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল খালেক মিয়া পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১২ জুলাই) এ পদত্যাগ পত্র কোম্পানি বরাবর জমা দেওয়া হয়। শারীরিক অসুস্থতার জন্য ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে তিনি জানান। অথচ পদত্যাগের বিষয়টি জানেন না কোম্পানির চেয়ারম্যান শেখ কবির হোসেন।
দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির সাথে আলোচনাকালে তিনি জানান, আব্দুল খালেকের পদত্যাগের বিষয়টি আমার জানা নেই। আমি এমনিতেই অসুস্থ। আমার জানা মতে সে (আব্দুল খালেক মিয়া) কোম্পানিতে ভালোভাবেই দায়িত্ব পালন করে আসছিল। কেন হঠাৎ করে তিনি পদত্যাগ করলেন বিষয়টি আমার জানা নেই। পদত্যাগের বিষয়টি আমার সাথে আলোচনাও করেননি। তবে আব্দুল খালেক মিয়া এ প্রতিবেদকের কাছে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আবদুল খালেক মিয়া ২০০১ সালে এভিপি হিসেবে সোনার বাংলা ইন্স্যুরেন্সে যোগদান করেন। ২০০৫ সালে তিনি কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পান। ২০০৭ থেকে ২০০৮ সালে তিনি কোম্পানিতে চলতি দায়িত্বে মুখ্য নির্বাহী পদে ছিলেন। ২০১৫ সালে তিনি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি জনতা ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্সে কর্মরত ছিলেন।
Posted ৬:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
bankbimaarthonity.com | rina sristy