নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | 328 বার পঠিত
ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হেমায়েত উল্লাহ ও তার স্ত্রী ফরিদা আক্তারকে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের জ্ঞাত আয় বহির্ভূত ৬ কোটি ৪৭ লাখ টাকা বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. বদরুল আলম ভূঞা এ রায় দেন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মিথ্যা তথ্য সংবলিত সম্পদ বিবরণী দাখিলের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এই দণ্ড দেয়া হয়।
দুদকের সহকারী পরিদর্শক জাকির হোসেন ব্যাংক বীমা অর্থনীতিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার উভয় আসামি পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, হেমায়েত উল্লাহ ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করার অভিযোগে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর মামলা দায়ের করেন দুদকের তৎকালীন উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন মৃধা।
দুদক আইনের ২৬ (২), ও ২৭ (১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় এই মামলা হয়।
মামলার আভিযোগে বলা হয়, হেমায়েত উল্লাহ অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে স্ত্রীর নামে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন। স্ত্রী গৃহীনি হলেও দুদকের কাছে ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করা হয়।
Posted ৯:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
bankbimaarthonity.com | rina sristy