বিবিএনিউজ.নেট | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট | 491 বার পঠিত
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি আয়োজিত ‘Insights of Financial Underwriting & Insights of Health Insurance’ শীর্ষক সেমিনারটি ২৫ সেপ্টেম্বর একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক ও অতিরিক্ত সচিব মুহাম্মদ আমজাদ হোসাইন। প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য ড. এম মোশাররফ হোসেন এফসিএ।
সেমিনারে পেপার প্রেজেন্টেশন করেন- Dr. Nilesh Dighe, Head of Health, Munic Re, India & Ms Deepali Giri, FLMI Client Manager, Underwriting, Munich RE, India, সেমিনারে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির একাডেমিক কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন অ্যাকচুয়ারি। এছাড়া বিভিন্ন বীমা কোম্পানি থেকে প্রায় ৭০ জনের অধিক কর্মকর্তা সেমিনারে অংশগ্রহণ করেন।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed