নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ০৫ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 453 বার পঠিত
করোনা বিস্তার প্রতিরোধে লকডাউনে সারা দেশ। চলছে সাধারণ ছুটি। বন্ধ করা হয়েছে কল-কারখানা। ফলে কর্মহীন হয়ে পড়েছে অসহায় ও দরিদ্র মানুষ। এসব মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হচ্ছে গ্রুপটির পক্ষ থেকে। প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের কর্মকর্তা জিয়াউল হক স্বাক্ষরিত এক প্রেস বার্তায় (৪ঠা এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, লবণ, বিস্কুট ও নুডলস। প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন পয়েন্টে এবং ঢাকার বাইরে গাজীপুর, নরসিংদী, হবিগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর ও রংপুর অঞ্চলে কয়েক হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন এ কাজে সহযোগিতা করেন।
তিনি আরও বলেন, ‘আমরা দেশের এ দুর্যোগ মুহূর্তে সামাজিক সংগঠনগুলোকেও অসহায় মানুষকে সহায়তার জন্য বিভিন্ন পণ্য সামগ্রী প্রদান করেছি। আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্টায় এ সংকট কাটিয়ে উঠতে পারব।’
Posted ১২:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০৫ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy