নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট | 287 বার পঠিত
জাতীয় বীমা দিবস উদযাপন ও বিশ্ব ব্যাংকের প্রকল্প চাহিদা অনুযায়ী ত্রৈমাসিক ভিত্তিতে জীবন ও সাধারণ বীমা করপোরেশনসহ সকল লাইফ, নন-লাইফ বীমা কোম্পানির কাছে তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
গত ২৬ ডিসেম্বর আইডিআরএ’র পরিচালক মো. শাহ্ আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এসব তথ্য চাওয়া হয়। আইডিআরএ সূত্রে এসব জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, চলতি ২০২১ সালের জানুয়ারি থেকে মার্চের তথ্য আগামী বছরের ১৫ এপ্রিল, এপ্রিল থেকে জুনের তথ্য ১৫ জুলাই এবং জুলাই থেকে সেপ্টেম্বরের তথ্য ১৫ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে।
তবে ২০২১ সালের চতুর্থ ত্রৈমাসিকের অনিরীক্ষিত তথ্য এবং ২০২২ সালের ১ মার্চ জাতীয় বীমা দিবস উদযাপনের জন্য ২০২১ সালের অনিরীক্ষিত তথ্য আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে সফট কপি (এক্সেল) ও (পিডিএফ) নির্ধারিত ই-মেইলে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া লাইফ ও নন-লাইফ বীমাকারীর তথ্যের সফট কপি (এক্সেল) ও (পিডিএফ) আগামী ৭ জানুয়ারির মধ্যে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠাতে ব্যর্থ হলে বীমা আইনের সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
Posted ১১:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy