নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ আগস্ট ২০২২ | প্রিন্ট | 158 বার পঠিত
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির উদ্যোগে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ইন দ্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি : মেকিং এ কোয়ান্টাম লিপ’ শীর্ষক সেমিনার সম্প্রতি অন-লাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত ছিলেন আবদুল্যাহ হারুন পাশা, অতিরিক্ত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়।
সেমিনারে মডারেটর হিসেবে সংযুক্ত ছিলেন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, অ্যাকচুয়ারি, চেয়ারম্যান, একাডেমিক কমিটি, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস.এম ইব্রাহিম হোসাইন, ACII পরিচালক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. সোহরাব হোসেন, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং নুরুর রহমান, ডাটা সায়েন্স লিড, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, (ইউএসএ)।
সেমিনারে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ৯০ জনের অধিক প্রশিক্ষণার্থী জুম অ্যাপসের মাধ্যমে অংশগ্রহণ করেন।
Posted ৫:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২৮ আগস্ট ২০২২
bankbimaarthonity.com | rina sristy