শনিবার ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিরকল্পিত ড্যাপ সংশোধনের মাধ্যমে পরিবেশবান্ধব করা হোক

  |   সোমবার, ২২ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   213 বার পঠিত

পরিরকল্পিত ড্যাপ সংশোধনের মাধ্যমে পরিবেশবান্ধব করা হোক

ঢাকা মাহানগরীকে বাসযোগ্য এবং পরিবেশবন্ধব করে গড়ে তোলার লক্ষ্যে প্রণীত প্রস্তাবিত ডিটেইল এরিয়া প্লান (ড্যাপ) সংশোধনের দাবি উত্থাপিত হয়েছে। অনেক দিন ধরেই ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে ড্যাপ সংশোধনের দাবি উত্থাপিত হলেও কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেননি। এবার ড্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত জাতীয় সেমিনারেও খসড়া প্রস্তাবনা নিয়ে আপত্তি উত্থাপিত হয়েছে। সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা খসড়া ড্যাপ পরিবর্তনের মাধ্যমে যুগোপযোগী করার দাবি জানিয়েছে। ২০১৬ সাল থেকে ২০৩৫ সালের মধ্যে এই শহর পরিকল্পনা বাস্তবায়নের কথা থাকলেও রাজধানী উন্নয়ন কর্তৃক্ষ এখনো ড্যাপ চূড়ান্ত করতে পারেনি। সেমিনারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী বলেন, খসড়া ড্যাপে দেখানো হয়েছে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর তীরে ভারী শিল্প স্থাপন করা যাবে। আমি এখানে অনুরোধ করবো এই কাজটি যেন করা না হয়। তাহলে নারায়ণগঞ্জের পরিবেশ বিনষ্ট হবে। খসড়া ড্যাপের দুর্বলতা তুলে ধরে স্থপতি ইকবাল হাবিব বলেন, খসড়া ড্যাপে ২৬ শতাংশ জলস্রোতের মূল স্রোত দেখানো হয়েছে ৯ দশমিক ৭ শতাংশ। অনেকেই জানেন না যে, মূল স্রোতের বাইরে ভারী শিল্প-কারখানা স্থাপন করা যায়। আর একজন বক্তা বলেন, খসড়া ড্যাপ অবিকলভাবে বাস্তবায়িত হলে নদী দখলদারদের পোয়াবারো হবে। তারা নদী দখলের সুযোগ পাবে। তাই অনুষ্ঠানে উপস্থিত অধিকাংশ বক্তাই খসড়া ড্যাপ সংশোধনের দাবি জানিয়েছেন। সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ড্যাপ সংশোধন করে নতুনভাবে প্রণয়ন করা হোক। রাজউক প্রণীত যে কোনো পরিকল্পনা অত্যন্ত সুচিন্তিত হতে হবে। কারণ একবার কোনো স্থানে স্থাপনা তৈরি করা হলে তা সরানো যাŸে না। তাই অনেক চিন্তাভাবনা করে প্রকল্প গ্রহণ করতে হবে। কোনোভাবেই পরিবেশ ধ্বংস করার মতো কোনো পরিকল্পনা গ্রহণ করা যাবে না। আগামীতে রাজধানীতে বসবাসযোগ্য করে তোলার জন্য এখনই আমাদের দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করতে হবে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২২ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।